এবারের "মেনস্ট্রুয়াল হাইজিন ডে" এর বিষয়বস্তু হল ২০৩০ সালের মধ্যে নারীদের একটি পিরিয়ড বান্ধব পৃথিবী উপহার দেয়া। পিরিয়ডকে স্বাভাবিক হিসেবে তখনই প্রতিষ্ঠিত করা যাবে যখন এটি নিয়ে সকলের মাঝে সচেতনতা তৈরি করা সম্ভব হবে। এই ক্যাম্পেইনে ডিজিটাল গল্পের মাধ্যমে আমরা জানাতে চাই একটি পিরিয়ড বান্ধব পৃথিবী তৈরি করতে সমাজের প্রতিটি মানুষের কি ধরণের দায়িত্ব পালন করা উচিত।

Eva

মেহজাবীন আমাদের মতই একজন! জীবন, বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত থাকা, আর ক্যারিয়ারে নিজেকে ছাড়িয়ে যাওয়া - এসবই তার ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে তাঁর জীবনেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পিরিয়ড। মেহজাবীন জানে, পিরিয়ড থাকবেই, তবে থেমে থাকা যাবেনা! এর জন্য প্রয়োজন একটি পিরিয়ড বান্ধব পৃথিবী। আর ঠিক সেই কারণেই মেহজাবীন রয়েছে একটি মিশনে! কখনও বন্ধু হয়ে, কখনও পরিবারের একজন হয়ে, এমনকি একেবারে অপরিচিত একজন হয়েও পিরিয়ডের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করছে অন্যদের! মেহজাবীনের সাথে তাঁর ইন্টারেক্টিভ জার্নিতে অংশ নিন এবং জেনে নিন কীভাবে একসাথে পিরিয়ড বান্ধব একটা পৃথিবী গড়ে তোলা যায়।